মেহেরপুর প্রতিনিধি

  ৩১ জুলাই, ২০২০

গাংনীতে গাঁজার বাগানে পুলিশের অভিযান

মেহেরপুরের গাংনীতে ১৫ কাঠা জমিতে আবাদ করা ১৭০টির ওপরে গাঁজা গাছ জব্দ করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার এ অভিযান চালায় থানা পুলিশ। দুলাল হোসেন নামের একজন দীর্ঘদিন ধরে সেখানে গাঁজা চাষ করে বিক্রি করে আসছে বলে জানিয়েছে পুলিশ। অভিযুক্ত দুলাল গাংনীর মটমুড়া গ্রামের কাসেম আলীর ছেলে।

মেহেরপুর পুলিশ সুপার এস এম মুরাদ আলি জানান, গাংনী উপজেলার মটমুড়া গ্রামে নিজ বাড়ির পাশে ১৫ কাঠা জমিতে গাঁজা আবাদ করে দুলাল হোসেন। সেখানে স্থায়ী প্রাচীর ও বাঁশঝাড়ে ঘেরা থাকায় আশপাশের লোকজনের নজরে পড়েনি। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার সকালে গাংনী থানা পুলিশের একটি দল গাঁজা বাগানটিতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় গাঁজাচাষি দুলাল হোসেন। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে পুলিশ। দুলালকে গ্রেফতারের চেষ্টা চলছে। উদ্ধার করা গাঁজার গাছগুলো থানা হেফাজতে নেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close