ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ০৭ জুলাই, ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ীর আঙুল কেটে নেয় প্রতিপক্ষ

ব্রাহ্মণবাড়িয়ায় টাকার লেনদেনের বিরোধকে কেন্দ্র করে নারায়ন সূত্রধর (৭০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীর আঙ্গুল কেটে নিয়েছে প্রতিপক্ষ। এ সময় তার ছেলে উত্তম সূত্রধরের (৩৮) ঠোঁট কেটে নেওয়া হয়েছে। গত রোববার সন্ধ্যায় জেলা শহরের গোর্কণ এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের ছেলে সুমন সূত্রধর জানান, ওই এলাকার বাসিন্দা মুছা মিয়া ও সুমন সূত্রধর পেশায় ট্রাক চালক ছিলেন। তিনবছর পূর্বে মুছা ইরাকে পাড়ি জমান। সেখানে যাওয়ার পর উত্তমের ব্যাংক হিসাবে ১ লাখ বিশ হাজার টাকা পাঠান এবং তার এক পরিচিত ব্যক্তিকে টাকাগুলো দিতে বলেন। সুমন সেই মোতাবেক টাকা পৌঁছে দেন। সম্প্রতি মুছা দেশে ফিরে ওই টাকা সুমনের কাছে পাওনা বলে দাবি করেন। এ নিয়ে বিরোধে মুছা দেশীয় অস্ত্র নিয়ে সুমনের বাবা নারায়ন ও ভাই উত্তমের ওপর হামলা চালিয়ে আঙ্গুল ও ঠোঁট কেটে নেয়। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সদর থানার ওসি মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বিষয়টির খোঁজখবর নেওয়া হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close