লালমনিরহাট প্রতিনিধি

  ১৭ এপ্রিল, ২০২০

লালমনিরহাটে পুকুরে বিষ দিয়ে মাছ নিধন!

লালমনিরহাটে জাকির হোসেন নামের এক মৎস্য চাষির পুকুরে বিষ প্রয়োগে ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ নিধনের অভিযোগ উঠেছে। গত বুধবার রাতে এ ঘটনায় মৎস্য চাষি জাকির হোসেন বাদী হয়ে কয়েকজনকে আসামি করে লালমনিরহাট

সদর থানায় মামলা দায়ের

করেন।

এর আগে বুধবার সকালে

পৌরসভার ওয়ারলেস কলোনি এলাকায় এ ঘটনা ঘটে। পূর্ববিরোধের জেরে এই বিষ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকে পুকুরে রুই, কাতলা, সিলভার কার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে ভেসে ওঠে।

মৎস্য চাষি জাকির হোসেন বলেন, আমি দীঘদিন ধরে পুকুর লিজ নিয়ে মাছ চাষ করে আসছি। অভিযোগে উল্লেখিত ব্যক্তিরা অকারণে আমার নিকট চাঁদা দাবি করেন। সেই টাকা দিতে অস্বীকার করায় তারা আমার মৎস্য খামারের ঘরে হামলা চালিয়ে ১ লাখ টাকা ছিনিয়ে নেয় এবং মাছের প্রজেক্টে বিষ প্রয়োগে ২ লাখ টাকার মাছ মেরে ফেলে। লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close