দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

  ১৪ এপ্রিল, ২০২০

দশমিনায় দূরত্ব রক্ষায় স্কুলমাঠে কাঁচাবাজার

পটুয়াখালীর দশমিনায় সামাজিক দূরত্ব বজায় রাখতে উপজেলা সদরের কাঁচাবাজারটি দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানান্তর করেছে উপজেলা প্রশাসন। বিদ্যালয়ের খোলা মাঠে সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বাজার বসবে। গত রোববার উপজেলা প্রশাসন এ ঘোষণা দেয়। এর আগে কাঁচাবাজারে মানুষের ভিড়ের কারণে সামাজিক দূরত্ব রজায় রাখা সম্ভব হচ্ছিল না। এ অবস্থার পরিপ্রেক্ষিতে দ্রুত কাঁচাবাজার স্থানান্তর করার উদ্যোগ নেয় প্রশাসন। গতকাল সোমবার সকাল থেকেই দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কাঁচাবাজার শুরু হয়। সরেজমিনে গিয়ে দেখা যায়, সাধারণ ক্রেতারা সামাজিক দূরত্ব বজায় রেখেই কেনাকাটা করছেন। কাঁচাবাজার করতে আসা টিটু, জহির, আকাইদসহ অনেকের দাবি মাছ বাজারটাও এখানে আনা উচিত। করোনাভাইরাস থেকে জনগণকে রক্ষায় উপজেলা প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close