লালমনিরহাট প্রতিনিধি

  ১১ এপ্রিল, ২০২০

করোনা রোধে লালমনিরহাটের বিভিন্ন স্থানে জরিমানা

লালমনিরহাটে করোনাভাইরাসের প্রাদুর্ভাবরোধে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে ৭৮ জনের কাছে ৭৭ হাজার ৮৮০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শুক্রবার সকালে

লালমনিরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাশেদুল হক প্রধান এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, করোনাভাইরাসের প্রাদুর্ভাব রোধে সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত কাঁচাবাজার (পচঁনশীল), ওষুধ ও কৃষিপণ্যের দোকান ছাড়া সব ধরনের দোকান বন্ধ রাখতে গণবিজ্ঞপ্তি জারি করেছে লালমনিরহাট জেলা প্রশাসন।

এ আদেশ যাতে কেউ অমান্য করতে না পারে সেজন্য লালমনিরহাটের পাঁচটি উপজেলায় চেকপোস্ট বসিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে।

এসব অভিযানে অযথা ঘরের বাইরে ঘোরাঘুরি, দুপুর ১টার পর দোকান খোলা রাখা, সামাজিক দূরত্ব বজায় না রাখাসহ বিভিন্ন অপরাধে ৭৮ জনকে ৭৭ হাজার ৮৮০ টাকা জরিমানা করা হয়। এ সময় পুলিশ ও সেনা সদস্যরা সঙ্গে ছিলেন।

এছাড়া দিনভর করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে জেলার বিভিন্ন হাট-বাজারে জন সচেতনতামূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে প্রশাসন।

লালমনিরহাট জেলা প্রশাসক (ডিসি) মো. আবু জাফর বলেন, জারি করা আদেশ অমান্য করায় এ জরিমানা করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন। বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না আসতে তিনি সবার প্রতি আহ্বান জানান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close