নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ২৬ জানুয়ারি, ২০২০

ঢাকা-দোহার নবাবগঞ্জে রুটে আবার বিআরটিসি বাস চালু

ঢাকার দোহার-শ্রীনগর হয়ে গুলিস্তান ও বান্দুরা-নবাবগঞ্জ হয়ে ঢাকা সড়কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল সরকারি পরিবহণ সংস্থা (বিআরটিসি) শীতাতপ নিয়ন্ত্রিণ বাস। গতকাল শনিবার দুপুরে প্রথমে দোহারের করম আলীর মোড়ে ও বিকেলে নবাবগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনার এই সার্ভিসের উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।

এর আগে একাধিকবার বান্দুরা-ঢাকা সড়কে বিআরটিসি বাস সার্ভিস শুরু হলেও অন্য পরিবহনগুলোর স্বেচ্ছাচারিতা ও হামলার মুখে তা বন্ধ হয়ে যায়। তবে এবার এধরনের সুযোগ নেই বলে জানান এমপি। সালমান এফ বলেন, ‘বিআরটিসি বাস চলাচলের ক্ষেত্রে কেউ প্রতিবন্ধকতার সৃষ্টি করলে জিরো ট্রলারেন্স দেখিয়ে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ পরে উপজেলা পরিষদের কার্যালয়ে নিজ উদ্যোগে নবাবগঞ্জের সাধারণ মানুষের সাথে গণ সাক্ষাত করেছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটিসি সচিব মো. সাইদুর রহমান, ইউনিক গ্রুপ চেয়ারম্যান মোহম্মদ নুর আলী, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু, সম্পাদক মো. জালাল উদ্দিনসহ অনেকে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close