কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৯

কালিয়াকৈরে ডাকাতের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী আহত

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মাটিকাটা-মাঝুখান আঞ্চলিক সড়কের বালুচরা এলাকায় ডাকাতের ছুরিকাঘাতে স্বামী-স্ত্রী গুরুতর আহতের ঘটনা ঘটেছে। গত সোমবার রাতে এ ঘটনায় রাজন নামের ডাকাত দলের এক সদস্যকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। আহতরা হলেন গাইবান্ধা সদর থানার সন্ধি গ্রামের রুস্তম আলীর ছেলে মমিনুল হক (৩৫) ও মমিনুলের স্ত্রী শিরিন বেগম (৩০)। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈরের কৌচাকুড়ি এলাকায় জমি কিনে বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছিলেন মমিনুল ও তার স্ত্রী শিরিন। সোমবার রাত ৮টার দিকে এ্যাপেক্স হোল্ডিং কারখানা থেকে বেতন উত্তোলন করেন স্ত্রী শিরিন। কারখানা থেকে স্বামী-স্ত্রী দুজনে তাদের বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে উপজেলার মাটিঘাটা-মাঝুখান আঞ্চলিক সড়কের বালুচরা এলাকায় পৌঁছলে তিনজনের একদল ডাকাত তাদের গতিরোধ করে। টাকা-পয়সা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে ডাকাতরা মমিনুল হকের বুকে ছুরিকাঘাত করে। স্বামীকে বাচাতে গেলে স্ত্রী শিরিন বেগমকেও ছুরিকাঘাত করে তারা। মৌচাক ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, রাজন নামের এক ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close