ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০৯ অক্টোবর, ২০১৯

ধুনটের ইছামতি তীরে ‘বউমেলা’

বগুড়ার ধুনট উপজেলায় প্রতিমা বিসর্জন বেলায় ইছামতি নদীর তীরে অনুষ্ঠিত হয়েছে বউ মেলা। প্রতিবছরের ন্যায় এবারো হাজার হাজার নারীর সমাগমে মুখরিত হয়ে ওঠে মেলা প্রাঙ্গন। ধুনট পৌর এলাকার সরকারপাড়ায় ৬৭ বছরের ধারাবাহিকতায় এবারের মেলা যেন বিজয়ার রঙে রাঙানো ছিলো।

মেলা কমিটির তথ্যমতে জানা যায়, ধুনট পৌর এলাকায় সরকারপাড়া গ্রাম ইছামতি নদীর তীরে অবস্থিত। দুর্গা উৎসবের অন্তিম মুহূর্তে এ মেলা বসে। সরকারপাড়া প্রথমনাথ কমল কামিনী দত্ত স্মৃতি পূজা অঙ্গনে ৬৬ বছর যাবত শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হয়। পূজা মন্ডপের পাশে ইছামতি নদীতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে দুর্গা উৎসবের সমাপ্তি ঘটে। ধুনট সদরের কয়েকটি পূজা মন্ডপের প্রতিমা বিসর্জনের দৃশ্য দেখতে ভিড় জমায় স্থানীয় জনসাধারণ। আর এ ভিড়কে কেন্দ্র করে ৬৭ বছর যাবত চলছে বউ মেলার এ আয়োজন। হাজারো নারী-পুরুষের সমাগমের মধ্যে নারীদের কেনাকাটায় স্বাচ্ছন্দ তৈরি করতে মেলায় কমিটি শুরু থেকে একটি উদ্যোগ গ্রহন করেন। বিসর্জনের দিন দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মেলার মূল অংশে পুরুষদের প্রবেশ নিষেধ। যার কারনে মেলাটি বউ মেলা হিসেবে পরিচিত পায়। সরেজমিনে দেখা যায়, সনাতন ধর্মালম্বীদের উৎসব ঘিরে বউ মেলার আয়োজন হলেও অন্যান্য ধর্মালম্বীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। নারীদের জন্য উন্মুক্ত মেলার মূল অংশ আয়োজক কমিটির স্বেচ্ছাসেবক, আনছার সদস্য ও পুলিশ সদস্যরা আইন-শৃঙ্খলার দায়িত্ব পালন করেন। এছাড়া পুরো মেলা ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিয়োজিত ছিল। এক দিনের এ মেলায় বসে বারোয়ারি দোকান। মেলায় বেচাকেনা হচ্ছে খই, মুড়ি, মুড়কি, বাতাসা, জিলাপিসহ নানা রকমের খাবার। ছিলো বাঁশি, বেলুন, ঝুনঝুনিসহ হরেক রকম শিশুতোষ খেলনা। মেলা থেকে চুরি, দুল, ফিতা, টিপসহ রকমারি প্রসাধনি কিনছেন নারীরা। মন্ডপের আঙ্গিনায় মুহুর্মুহু উলুধ্বনি, শাঁখের আওয়াজ, ঢাক কাঁসরের তালে আরতির নাচ, ধুপের সুরভিত ধোঁয়া, বাতাসে নাড়–-সন্দেশ-মিষ্টির গন্ধ, সাউন্ড বক্সের হাই ভলিউমে মেলায় উৎসবের আমেজ। ইছামতি নদীতে প্রতিমা বিসর্জনের বিষাদের সুরের মূর্ছানার মধ্য দিয়ে শেষ হয় মেলা।

সরকারপাড়া সার্বজনিন দূর্গা উৎসব কমিটির সাধারণ সম্পাদক আনন্দ সরকার বলেন, প্রতি বছরই প্রতিমা বিসর্জন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়। এখানে সব ধর্মের মানুষের সমাগম ঘটে। ঐতিহ্য বজায় রেখে এবারও বউ মেলা অসাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত স্থাপন করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close