বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

  ১২ সেপ্টেম্বর, ২০১৯

জমির বিরোধে মাছ নিধন!

পটুয়াখালীর বাউফলে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার রাতে উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের আতোষখালী গ্রামে এ ঘটনা ঘটে। এতে তিন লক্ষাধিক টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন ভুক্তভোগী ফারুক হাওলাদারের ভাই সবুজ হাওলাদার। এ ঘটনায় থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের ফারুক হাওলাদার বেশ কয়েক বছর ধরে ১১টি পুকুরে রুই, কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ চাষ করে আসছেন। গত সোমবার গভীর রাতে ওই পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা।

সবুজ হাওলাদার জানান, তার সঙ্গে একই গ্রামের সেরালী চৌকিদারের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। প্রতিপক্ষ সেরালী চৌকিদার ও তার লোকজন ওই জমি দখলে নেওয়ার জন্য এমন ঘটনা ঘটাতে পারে ।

এ বিষয়ে অভিযোগ পাওয়া কথা জানান ওসি খন্দোকার মোস্তাফিজুর রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close