বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

  ১৪ মে, ২০১৯

ভবন নির্মাণের নামে স্কুলের গাছ বিক্রি

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার হাসামদিয়া ইউনাইটেড উচ্চবিদ্যালয়ের মাঠ থেকে ছোটবড় ৪০টি মেহগুনি গাছ বিক্রি করেছে স্কুলের প্রধান শিক্ষক ও পরিচালনা পর্ষদ সভাপতি। সরকারি নিয়মের তোয়াক্কা না করে ভবন নির্মাণের নামে প্রায় ২ লাখ টাকার গাছ মাত্র ৪৮ হাজার টাকায় বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বিকেলে সরেজমিন দেখা যায়, ৪০টি মেহগুনি গাছের মধ্যে ১২টি গাছ কেটে রাখা হয়েছে এবং গাছের কিছু অংশ ভ্যানে করে নিয়ে যেতে। এ সময় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দাঁড়িয়ে থেকে গাছকাটার বিষয়টি তদারকি করছেন। জানতে চাইলে প্রধান শিক্ষক মো. আইযুবুর রহমান (ভারপ্রাপ্ত) গাছ কাটার বিষয়ে বলেন, ‘স্কুলে ৭৫ লাখ টাকা ব্যয়ে একটি সরকারি ভবন বরাদ্দ হয়েছে। গাছ না কাটলে ভবন নির্মাণ করা যাচ্ছে না।’ এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রসঙ্গে তিনি বলেন, গত ২৮ ফেব্রুয়ারি ২০১৯ স্কুল পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু এখন লিখিত অনুমতি আমরা পাইনি স্কুল পরিচালনা পর্ষদের সভাপতি আ. সাত্তার মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলে সাড়া পাওয়া যায়নি। তবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আবদুর রহিম বলেন, গাছ কাটার বিষয়ে প্রধান শিক্ষক আমাকে লিখিত জানিয়েছেন কিনা আমার মনে নেই। আমার কি বা ক্ষমতা, কি বা করব!’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close