নওগাঁ প্রতিনিধি

  ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

নওগাঁর ধামইরহাটে ৫ কৃষককে পুরস্কার ও সম্মাননা প্রদান

নওগাঁর ধামইরহাটে কৃষিক্ষেত্রে বিশেষ অবদান রাখায় পাঁচ কৃষককে কৃষি পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন (এডিবি) খাতের অর্থায়নে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে জেলার ধামইরহাট উপজেলায় নাক ফজলী আমের উদ্ভাবক হিসেবে আফতাব হোসেন ভান্ডারী, ইঁদুর নিধনে বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করায় বাবুল সরেন, কৃষি যন্ত্রপাতি তৈরিতে আব্দুর রহমান, বিভিন্ন ধরণের বীজ উৎপাদনে বাবুল হোসেন এবং কৃষি প্রযুক্তি ব্যবহার করে ফসল উৎপাদনে বিশেষ অবদান রাখায় মো. মাজেদুর রহমানকে এ পুরস্কার ও সম্মাননা প্রদান করা হয়। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সেলিম রেজার সভাপতিত্বে এ উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান মো. মঈন উদ্দিন, উপজেলা প্রকৌশলী মো. আলী হোসেন, ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আসাদুজ্জামান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলেফ উদ্দিন, সংবর্ধিত কৃষক বাবুল হোসেন প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close