reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

জাবিতে জাতীয় শোক দিবস পালিত

তহিদুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে। সোমবার (১৫ আগস্ট) সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এর আগে উপাচার্যের নেতৃত্বে একটি শোক র‌্যালি শহীদ মিনারের সামনে থেকে সেখানে গিয়ে শেষ হয়। এ সময় অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক শেখ মো. মনজুরুল হক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. রাশেদা আখতার, সাবেক উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আমির হোসেন, গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক ড. অজিত কুমার মজুমদার, ভারপ্রাপ্ত প্রক্টর আ স ম ফিরোজ-উল-হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ১৫ আগস্ট শহীদদের আত্মার শান্তি কামনায় মোনাজাত করা হয়। দিবসটি উপলক্ষে উপাচার্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের সামনে স্থাপিত বঙ্গমাতার প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এছাড়াও এদিন শিশু-কিশোরদের মধ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের সব মসজিদে কোরআনখানি ও দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনার আয়োজন করা হয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close