reporterঅনলাইন ডেস্ক
  ১৭ আগস্ট, ২০২২

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে জাতীয় শোক দিবস পালন

পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সোমবার (১৫ আগস্ট) স্বাধীনতার মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকীতে যথাযথ মর্যাদায় ও ভাবগাম্ভীর্য পরিবেশে “জাতীয় শোক দিবস-২০২২” পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল, পবিত্র কোরআন শরিফ খতম এবং এতিমদের মধ্যে তবারক/খাদ্য বিতরণ করা হয়। যথোপযোগী স্বাস্থ্যবিধি অনুসরণ করে বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টে শাহাদত বরণকারী সব শহীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সম্মেলন কক্ষে (৭ম তলায়) অত্র অধিদপ্তর কর্তৃক বঙ্গবন্ধুর জীবনাদর্শের ওপর একটি আলোচনা সভা এবং বিশেষ মোনাজাত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক । বিশেষ অতিথি ছিলেন ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার, সচিব, স্বাস্থ্যসেবা ও পরিবার কল্যাণ বিভাগ এবং মুখ্য আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাইফুল হাসান বাদল, সচিব, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। সভায় স্বাগত বক্তব্য রাখেন সাহান আরা বানু, এনডিসি, মহাপরিচালক (গ্রেড-১), পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এছাড়া, সভায় আরো উপস্থিত ছিলেন মো. শাহাজাহান, মহাপরিচালক, জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (নিপোর্ট), অধ্যাপক এ কে এম আমিরুল মোরশেদ খসরু, অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর এবং মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ, মহাপরিচালক, ঔষধ প্রশাসন অধিদপ্তর। সভায় বঙ্গবন্ধুর জীবন ও আদর্শের উপর মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close