চট্টগ্রাম ব্যুরো

  ১৫ আগস্ট, ২০২২

চট্টগ্রামে হত্যা মামলার পলাতক ৩ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে এসেও রক্ষা হয়নি। শেষ পর্যন্ত গ্রেপ্তার হয়েছে রাজশাহীতে উচ্চস্বরে গান বাজাতে নিষেধ করায় নির্মমভাবে খুনের শিকার মুকুল আলী (৪৫) ঘটনার আসামিরা। এ ঘটনায় শনিবার (১৩ আগস্ট) রাতে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানাধীন মাদাম বিবিরহাট ও উত্তর সলিমপুর এলাকায় আত্নগোপন অবস্থায় রাজশাহীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার মো. নাহিদ হোসেন তার পিতা মো. বকুল আলী ও মা আমেনাকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম র‌্যাব-৭। রবিবার (১৪ আগস্ট) সিপিসি-৩ চান্দগাঁও ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।

র‌্যাব অধিনায়ক জানান, ১ আগস্ট রাত সাড়ে ৯-টার দিকে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার হরিষার ডাইং এলাকার নাহিদ তার বাড়িতে উচ্চ শব্দে গান শুনছিলেন। তাদের প্রতিবেশী মুকুল আলীর (৪৫) মেয়ে অন্তসত্বা হওয়ায় মুকুল আলী নাহিদকে উচ্চ শব্দে গান বাজাতে নিষেধ করেন। এক পর্যায়ে নাহিদ ও তার পরিবারের সদস্যরা লোহার রড দিয়ে মুকুলের মাথায় আঘাত করে। এছাড়া চাকু দিয়ে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত করে গুরুতর জখম করেন। মুকুলের চিৎকার শুনে তার ছোট ছেলে শাহীন আলম ও জামাই আলমগীর সেখানে গেলে তাদেরকেও মারধর ও চাকু দিয়ে আঘাত করে জখম করে। স্থানীয়রা মুকুলকে উদ্ধারে এগিয়ে গেলে আসামীরা পালিয়ে যায়। গুরুতর আহত মুকুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তিনি মারা যান। র‌্যাবের প্রেস ব্রিফিং-এ আরও জানানো হয়, এ ঘটনায় নিহত মুকুল আলীর ছেলে মো. শামীম ইসলাম বাদী হয়ে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানায় ৮ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি রুজু হওয়ার পর কয়েকজন আসামী গ্রেপ্তার হলেও প্রধান আসামীরা চট্টগ্রামে আত্নগোপন করে। র‌্যাব-৭ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close