জাবি প্রতিনিধি

  ১৪ আগস্ট, ২০২২

জাবিতে উপাচার্য প্যানেল নির্বাচন সম্পন্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উপাচার্য প্যানেল নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে জয়ী হয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন এবং গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদের ডিন অধ্যাপক অজিত কুমার মজুমদার।

শুক্রবার (১২ আগস্ট) বিকাল ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত সাড়ে ৭টার দিকে নির্বাচন কমিশনার ও রেজিস্ট্রার (চুক্তিভিত্তিক) রহিমা কানিজ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। তিনি জানান, উপাচার্য প্যানেল নির্বাচনে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে অধ্যাপক মো. আমির হোসেন ৪৮ ভোট পেয়ে প্রথম, অধ্যাপক মো. নূরুল আলম ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় এবং অধ্যাপক অজিত কুমার মজুমদার ৩২ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন। এ ছাড়া অন্য প্রার্থীদের মধ্যে অধ্যাপক সুফি মোস্তাফিজুর রহমান ২৩টি, অধ্যাপক ড. মো. আবদুল্লাহ হেল কাফী ২০টি, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দল্লাহ ১৯টি, অধ্যাপক পৃথ্বিলা নাজনীন নীলিমা ১৫টি ও অধ্যাপক তপন কুমার সাহা ৭টি ভোট পেয়েছেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close