রংপুর ব্যুরো

  ০৫ আগস্ট, ২০২২

রংপুরে নবজাতকের স্বাস্থ্য সম্পর্কিত প্যারামেডিকসের প্রশিক্ষণ

রংপুর সিটি করপোরেশনে নবজাতকের স্বাস্থ্য এবং রুটিন ইপিআই সম্পর্কিত প্যারামেডিকসের এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। গতকাল রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের আয়োজনে, ইউনিসেফের সহযোগিতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের প্রধান অতিথি থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রংপুর সিটি করপোরেশনের মেয়র মো. মোস্তাফিজার রহমান মোস্তফা।

রংপুর সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. কামরুজ্জামান ইবনে তাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুরের সিভিল সার্জন ডা. মো. শামীম আহমেদ ও রংপুর সদর ইউ এইচ অ্যান্ড এফপিও ডা. রবি শংকর মন্ডল।

প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন রংপুর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. মনিকা মজুমদার ও রংপুর মা ও শিশু কল্যাণ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মুহতারিমা বেগম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিসেফ প্রতিনিধি ডা. তানভীর ও রংপুর সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান ও স্যানিটারী ইন্সপেক্টর মো. আবদুল কাইয়ুম প্রমুখ।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close