রাজশাহী ব্যুরো

  ০৪ আগস্ট, ২০২২

‘যুব সমাজ রক্ষায় সংস্কৃতি চর্চা করতে হবে’

সম্মিলিত সাংস্কৃতিক জোট, রাজশাহীর আয়োজনে রাজশাহীতে বর্তমান সংস্কৃতি চর্চা ও করণীয় বিষয়ে মহানগরীর সাংস্কৃতিক নেতাদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘যুব সমাজকে রক্ষা করতে শিক্ষার পাশাপাশি সংস্কৃতি চর্চাও জোরদার করতে হবে। এক্ষেত্রে সকলের সহযোগিতা প্রয়োজন।’ বুধবার (৩ আগস্ট) দুপুরে নগর ভবনের সিটি হল সভাকক্ষে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন। সভায় রাজশাহীর সংস্কৃতিক চর্চার বিকাশে প্রতিবন্ধকতা নিরসনে এবং সংস্কৃতিক চর্চা জোরদারকরণে ১১ দফা দাবিতে রাসিক মেয়র লিটনকে স্মারকলিপি প্রদান করেন সংস্কৃতজনেরা।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর এই সদস্য আরো বলেন, রাজশাহীতে বিটিভির পূর্ণাঙ্গ স্টুডিও চালু, সাংস্কৃতিক বরেণ্য ব্যক্তিদের নামে প্রতিষ্ঠানের নামকরণ, বরেন্দ্র গবেষণা জাদুঘরের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। শিল্পকলা একাডেমী ও শহীদ এএইচএম কামারুজ্জামান জেলা পরিষদ মিলনায়তন সাংস্কৃতিক কর্মকান্ডে স্বল্প ভাড়ায় ব্যবহারের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close