reporterঅনলাইন ডেস্ক
  ০৩ আগস্ট, ২০২২

বিজিবির অভিযান

জুলাইয়ে ১৩৭ কোটি টাকার চোরাচালান ও মাদকদ্রব্য জব্দ

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গত জুলাই-২০২২ মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে মোট ১৩৭ কোটি ৩০ লাখ ৮৮ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্যসামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।

জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে ১১,০০,২৬২ পিস ইয়াবা ট্যাবলেট, ১২ কেজি ৪০০ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ৩ কেজি ১৪৭ গ্রাম হেরোইন, ৩১,১৭৪ বোতল ফেনসিডিল, ১৪,৬৩৩ বোতল বিদেশি মদ, ৪,৭২১ ক্যান বিয়ার, ৩৪৪ লিটার বাংলা মদ, ২,৫৩৮ কেজি গাঁজা, ৪,১৬,৩০১ প্যাকেট বিড়ি ও সিগারেট, ১৯,২৭২টি নেশাজাতীয় ইনজেকশন, ৬,৭১৪টি ইস্কাফ সিরাপ, ৫৩৬ কেজি তামাকপাতা, ১,০০০ বোতল এমকেডিল/কফিডিল, ৪,৩০,৪১৪ পিস বিভিন্ন প্রকার ওষুধ, ১৬,৬৯৫টি অ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট এবং ৭৭,৮০০টি অন্যান্য ট্যাবলেট। জব্দকৃত অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৫৮২.৬৮ গ্রাম স্বর্ণ, ২৬ কেজি রুপা, ১,৭৫,৬৪৬টি কসমেটিকস সামগ্রী, ৩,৮১৪টি ইমিটেশন গহনা, ১০,০৭৬টি শাড়ি, ১,৩৯৭টি থ্রিপিস/শার্টপিস/চাদর/কম্বল, ১,০৯২টি তৈরি পোশাক, ১,০২৭ ঘনফুট কাঠ, ১,৮১৬ ঘনফুট পাথর, ৮,৩৫৯ কেজি চাপাতা, ১,৩১,৭০০ কেজি কয়লা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close