খুলনা ব্যুরো

  ০৩ আগস্ট, ২০২২

খুলনায় জেলি মিশ্রিত ৮০ কেজি চিংড়ি জব্দ

খুলনায় বিষাক্ত জেলিমিশ্রিত ৮০ কেজি চিংড়ি জব্দ করেছে র‌্যাব-৬ সদস্যরা। সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর পূর্ব রূপসা ঘাট এলাকায় অভিযান চালিয়ে ঐ চিংড়ি জব্দ করা হয়। এ ঘটনায় দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এদের মধ্যে পূর্ব রূপসার ভাই ভাই মৎস্য আড়তে জেলিমিশ্রিত ৫০ কেজি চিংড়ি পাওয়ায় তাদের ৮০ হাজার টাকা এবং সাথী ফিসে জেলিমিশ্রিত ৩০ কেজি চিংড়ি পাওয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। র‌্যাব-৬ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পূর্ব রূপসা এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানের জেলি পুশকৃত ৮০ কেজি চিংড়ি, একটি পাতিলের মধ্যে রাখা অপদ্রব্য ২০ কেজি জেলি, জেলি পুশ করার কাজে ব্যবহৃত ২০টি সিরিঞ্জ, ২০টি মগ এবং দুটি পলিথিনের মধ্যে রক্ষিত ২ কেজি জেলি পাউডার জব্দ করা হয়। এ ঘটনায় ঐ দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত চিংড়ি ও অপদ্রব্য পুশ করার কাজে ব্যবহৃত সরঞ্জামাদি সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ধ্বংস করা হয়।

তিনি বলেন, চিংড়িতে অপদ্রব্যের মিশ্রণ বন্ধে র‌্যাব কাজ করছে। র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close