ঢাবি প্রতিনিধি

  ০১ জুলাই, ২০২২

ঢাবিতে র‌্যাগ ডে নিষিদ্ধ

পালিত হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) র‌্যাগ ডে নিষিদ্ধ ঘোষণা করে, সেই সঙ্গে অনুষ্ঠানটির নতুন নামকরণ করা হয়েছে ‘শিক্ষা সমাপনী উৎসব’। আর উৎসবটি পালন করতে শিক্ষার্থীদের মানতে হবে আটটি নিয়ম। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ-সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, র‌্যাগ ডের পরিবর্তে এক দিনের অনুষ্ঠানটির নামকরণ করা হবে ‘শিক্ষা সমাপনী উৎসব’ হিসেবে। সংশ্লিষ্ট বিভাগীয় চেয়ারম্যান বা ইনস্টিটিউটের পরিচালক এবং ছাত্র উপদেষ্টা শিক্ষার্থীদের সঙ্গে সভা করে অনুষ্ঠানসূচি চূড়ান্ত করতে হবে। স্ব-স্ব বিভাগ বা ইনস্টিটিউটের ভবন চত্বরে উদ্বোধন অনুষ্ঠান করা যাবে। ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) সমবেত হয়ে পথচারীদের চলাচল স্বাভাবিক রেখে র‌্যালি করা যাবে এবং ক্লাস চলাকালীন উচ্চৈঃস্বরে বাদ্য-বাজনা পরিহার করতে হবে।

এ ছাড়া বিভাগের বা ইনস্টিটিউটের সংশ্লিষ্টতায় দুপুরে অথবা রাতে আপ্যায়নের ব্যবস্থা করা যাবে। শিক্ষা সমাপনী উৎসবে রাত ১০টার মধ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান শেষ করতে হবে এবং বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণœ হয়- এমন কাজ থেকে বিরত থাকতে হবে।

উল্লেখ্য, ২০২০ সালের সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক কাউন্সিল ‘র‌্যাগ ডে’ নিষিদ্ধ করে। পরে উপ-উপাচার্যকে (প্রশাসন) প্রধান করে গঠিত কমিটি নয়টি নীতিমালা তৈরি করে সিন্ডিকেটে অনুমোদনের জন্য উপস্থাপন করে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close