reporterঅনলাইন ডেস্ক
  ২৯ জুন, ২০২২

বরেণ্য চার চারুশিল্পীকে স্মরণ

‘স্মৃতি সত্তা ভবিষ্যৎ’ শীর্ষক বাংলাদেশের বরেণ্য ৪ জন প্রয়াত চারুশিল্পীকে স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বরেণ্য শিল্পীরা হলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, পটুয়া কামরুল হাসান, শিল্পী এস এম সুলতান এবং শিল্পী কাইয়ুম চৌধুরী। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় শিল্পীদের স্বরণে ২৮ ও ২৯ জুন ২০২২ বিকাল ৫টা থেকে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল একাডেমির সচিব মো. আছাদুজ্জামান র সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন একাডেমির চারুকলা বিভাগের পরিচালক মিনি করিম।

অনুষ্ঠানের প্রথম দিনে বিকাল ৫টায় শিল্পাচার্য জয়নুল আবেদিন এবং সন্ধ্যা ৬টায় পটুয়া কামরুল হাসান স্মরণে আয়োজিত হয় আলোচনা ও সাংস্কৃতিক। সম্মানিত অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনিরুল আলম। শিল্পাচার্য জয়নুল আবেদিন-কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন শিল্প সমালোচক মোস্তফা জামান মিঠু। গুরুত্বপূর্ব আলোচনা করেন শিল্পসমালোচক ও নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের ভ্রাতুষ্পুত্র শিল্পী মিজানুর রহমান। পটুয়া কামরুল হাসান-কে নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। আলোচনা করেন শিল্পসমালোচক স্থপতি সামসুল ওয়ারেস ও পটুয়া কামরুল হাসানের কন্যা সুমনা হাসান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close