ঢাবি প্রতিনিধি

  ২৮ জুন, ২০২২

ঢাবি ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্রিমিনোলজি বিভাগের দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। গতকাল সোমবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালি, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, বক্তৃতামালা প্রভৃতি। এ উপলক্ষে উপাচার্য কেক কাটেন এবং র‌্যালির উদ্বোধন করেন।

ক্রিমিনোলজি বিভাগের চেয়ারপারসন খন্দকার ফারজানা রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close