reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জুন, ২০২২

কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প আয়োজিত কর্মশালা

জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মধ্যে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান প্রথম সারিতে। কাজেই নির্ভরযোগ্য কৃষি আবহাওয়াবিষয়ক তথ্য কৃষকদের মধ্যে সময়মতো পৌঁছে দেওয়া কৃষিপ্রধান বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর ফলে বিরূপ আবহাওয়ার ক্ষতিকর প্রভাব থেকে যেমন ফসল রক্ষা করা যাবে, তেমনি অনুকূল আবহাওয়াকে কাজে লাগিয়ে উৎপাদন খরচ কমানোর পাশাপাশি কৃষি উৎপাদন বাড়ানো যাবে। সে কারণেই বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষি আবহাওয়া তথ্য পদ্ধতি উন্নতকরণ প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, আবহাওয়া এবং নদণ্ডনদীর সামগ্রিক অবস্থা সম্পর্কিত উন্নতমানের এবং নির্ভরযোগ্য তথ্য কৃষকের কাছে পৌঁছানো এবং এ-সংক্রান্ত তথ্য-উপাত্ত সংগ্রহের উন্নত পদ্ধতি ব্যবহারে ডিএইর সক্ষমতা বৃদ্ধি করা। প্রকল্পের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের অবহিতকরণের জন্য সাংবাদিক অবহিতকরণ কর্মশালা গত ২৩ জুন সকালে থ্রিডি সেমিনার হল, কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ কমপ্লেক্স, খামারবাড়ি, ফার্মগেট, ঢাকায় অনুষ্ঠিত হয়। ওই কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মো. বেনজীর আলম, মহাপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। বিশেষ অতিথি ছিলেন দিলীপ কুমার অধিকারী, পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাহমুদ আল ফয়সাল, বার্তাপ্রধান, এসএ টিভি মো. আশরাফ আলী, যুগ্ম সম্পাদক, জাতীয় প্রেস ক্লাব ও সভাপতি এগ্রিকালচারাল রিপোর্টার্স ফোরাম এবং দেওয়ান সিরাজ, উপস্থাপক, বাংলাদেশ টেলিভিশন। সভাপতিত্ব করেন হাবিবুর রহমান চৌধুরী, পরিচালক, সরেজমিন উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. শাহ কামাল খান। বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা কর্মশালায় অংশগ্রহণ করেন।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close