খুলনা ব্যুরো

  ২৩ জুন, ২০২২

পদ্মা সেতুর উদ্বোধন স্মরণীয় করতে খুলনায় শোভাযাত্রা

পদ্মা সেতু উদ্বোধন স্মরণীয় করতে গতকাল নগরীতে আনন্দ মোটর শোভাযাত্রা করা হয়। বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি এর আয়োজন করে। বেলা সাড়ে ১১টায় সিটি মেয়র তালুকদার আবদুল খালেক বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে শোভাযাত্রা বের হয়ে ফুলবাড়ী গেট ঘুরে হাদিস পার্কে শেষ হয়। এ উপলক্ষে খুলনা নগরীতে এলাকায় সাজসাজ রব বিরাজ করছে।

হাদিস পার্কের শহীদ মিনার জুড়ে ছিল উন্নয়ন সমন্বয় কমিটির মঞ্চ। দর্শক ধরে রাখতে এবং অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে রূপান্তরের পটগানের আয়োজন। হালকা ব্লু রঙের গেঞ্জি, জাতীয় পতাকা, পদ্মা সেতুর প্রতিচ্ছবির পতাকা, বেলুন আর কবুতর হাতে নিয়ে অংশ নেয় নগরবাসী। মোটর শোভাযাত্রার আগে কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক শ্বেত পায়রা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে মোটর শোভাযাত্রার উদ্বোধন। উদ্বোধন পর্বে কেসিসি মেয়র বলেন, পদ্মা সেতু শেখ হাসিনার সাহস ও দৃঢ় নেতৃত্বের স্মরণীয় প্রতীক। ২১ জেলার মানুষের অর্থনীতির সিংহদ্বার। অনুষ্ঠান উদ্বোধনের পর শোভাযাত্রা ফুলবাড়ী গেট অভিমুখে রওনা হয়। ফুলবাড়ী গেট ঘুরে নগরীর শিববাড়ী মোড়ে এসে মোটর শোভাযাত্রা শেষ হয়।

এতে অংশ নেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি শেখ আশরাফ উজ-জামান, শেখ মোহাম্মদ আলী, আনিসুর রহমান বিশ্বাস, স্বপন গুহ, মফিজুল ইসলাম টুটুল, চৌধুরী রায়হান ফরিদ, নগর যুবলীগের আহ্বায়ক সফিকুর রহমান পলাশ, নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) মহানগর কমিটির সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক সাংবাদিক মাহবুবুর রহমান মুন্না, নগর কৃষক লীগ নেতা অধ্যাপক আদেল মুকুল, নিজামণ্ডউর রহমান লালু, হাফিজুর রহমান, মিজানুর রহমান বাবু, রসু আক্তার, অধ্যাপক আলমগীর কবির, অধ্যাপক শেখ আবুল বাসার, শাহীন জামান পন, ইকবাল হোসেন বিপ্লব, শেখ মোশারেফ হোসেন, শ্যামল সিংহ রায়, মিনা আজিজুর রহমান, মকবুল হোসেন মিন্টু, মো. আবু জাফর, আলী আকবর টিপু, জেড এ মাহমুদ ডন, ডা. মেহেদী নেওয়াজ, শেখ দিদারুল আলম, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, মিনা মিজানুর রহমান, মামুনারা জাকিয়া খুকু মনি, ফারুক হাসান হিটলুসহ সব শ্রেণি-পেশার মানুষ শোভাযাত্রায় অংশ নেয়।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close