reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২২

টেলিটক মোবাইল সেবা চালু রাখার প্রচেষ্টা

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনাসহ দেশের উত্তর-পূর্বাঞ্চলে সৃষ্ট ভয়াবহ বন্যা পরিস্থিতিতে দুর্গত এলাকার জনগণের জরুরি যোগাযোগ সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী এবং সচিবের নির্দেশে টেলিটক মোবাইল সেবা যথাসম্ভব চালু রাখার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রতিনিয়ত বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় অধিকাংশ এলাকা বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। টেলিটকের নেটওয়ার্ক সচল রাখতে জেনারেটরের মাধ্যমে বিটিএসগুলো সচল রাখার চেষ্টা করা হচ্ছে। কিন্তু সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় জেনারেটরেও জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বেগ পেতে হচ্ছে। এ রূপ ভয়াবহ পরিস্থিতিতে স্থানীয়ভাবে ডিজেল সংগ্রহ করে নৌকার মাধ্যমে জেনারেটর রুমগুলোতে সরবরাহ করা হচ্ছে। বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও টেলিটক নেটওয়ার্কের জরুরি রক্ষণাবেক্ষণের জন্য সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সমন্বয়ে রেসপন্স টিম গঠন করা হয়েছে। ওই রেসপন্স টিম দুর্গত অঞ্চলের টেলিটক নেটওয়ার্ক সচল রাখতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। মাঠ পর্যায়ের সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয়ভাবে সমন্বয়ের জন্য একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক ওই মনিটরিং সেলকে সার্বক্ষণিক প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করছেন। এছাড়াও বন্যায় ক্ষতিগ্রস্তদের সরকারের পক্ষ থেকে যেকোনো জরুরি সহায়তা পেতে যোগাযোগের জন্য টেলিটকের ৩টি টোল-ফ্রি সিম প্রদান করা হয়েছে। নম্বর হচ্ছে ০১৫১৩৯১৮০৯৬-৮।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close