reporterঅনলাইন ডেস্ক
  ২০ জুন, ২০২২

কৃষিপণ্য উৎপাদন নিশ্চিতকরণ বিষয়ক সেমিনার

অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বাজারের জন্য নিরাপদ কৃষিপণ্য উৎপাদন নিশ্চিত করার জন্য উদ্ভিদ সংগনিরোধ পরীক্ষাগারগুলোর আপগ্রেডেশন এবং যোগ্য কর্মশক্তির উন্নয়নবিষয়ক জাতীয় সেমিনার গতকাল রবিবার কৃষি সচিব মো. সায়েদুর ইসলামের সভাপতিত্বে কেআইবি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আবদুর রাজ্জাক এবং অতিথি ছিলেন শরিফা খান, সচিব ও সদস্য, কৃষি, পানিসম্পদ ও গ্রামীণ প্রতিষ্ঠান বিভাগ, পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়। বিশেষ ছিলেন মো. বেনজীর আলম, মহাপরিচালক, ডিএই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ড. জগৎ চাঁদ মালাকার, প্রকল্প পরিচালক, কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সংগনিরোধ ল্যাবরেটরিকে আন্তর্জাতিক মানসম্পন্ন ল্যাবরেটরিতে রূপান্তর শীর্ষক প্রকল্প।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রের মুখ্য বিজ্ঞানী ড. মো. লতিফুল বারী এবং মূল প্রবন্ধের ওপর দুজন বিশেষজ্ঞ যথাক্রমে ওয়াহিদা আক্তার, অতিরিক্ত সচিব (প্রশাসন), কৃষি মন্ত্রণালয় এবং ড. মা সালেহ আহমেদ, চেয়ারম্যান, কারনেল ইটারন্যাশনাল লি. বিষদ আলোচনা করেন। বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close