reporterঅনলাইন ডেস্ক
  ২৬ মে, ২০২২

জঙ্গি দমনে র‌্যাব-৪ এর প্রথম স্থান অধিকার

র‌্যাব-৪ প্রতিষ্ঠালগ্ন থেকেই জঙ্গি দমন, অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার, মাদক বিরোধী অভিযান পরিচালনাসহ চাঞ্চল্যকর ও ক্লুলেস হত্যার রহস্য উন্মোচন, ধর্ষণ, অপহরণ, চুরি ও ডাকাত সদস্য গ্রেফতারের মধ্য দিয়ে সার্বিকভাবে র্যাষবের আভিযানিক কার্যক্রমে অবদানের পাশাপাশি নিত্য নতুন অপরাধ নির্মূলে বিশেষ অবদান রেখে চলেছে। তারই স্বীকৃতিস্বরূপ বিগত ২০২১ সালে সামগ্রিক আভিযানিক কার্যক্রমের ভিত্তিতে ‘র‌্যাবের সকল ব্যাটালিয়নের মধ্যে ২য় স্থান, শ্রেষ্ঠ ক্লুলেস অপরাধ রহস্য উদঘাটন এবং জঙ্গি গ্রেফতারে প্রথম স্থান লাভ করে।

বিগত ২০২১ সালে ‘র‌্যাব -৪ সর্বমোট ৩২ টি অস্ত্র অভিযান পরিচালনা করে ৪৬ টি অস্ত্র, ৩৫১ রাউন্ড গুলি, ২৭ টি কার্তুজ উদ্ধারসহ ৫২ জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করতে সমর্থ হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলঃ মিরপুরের পীরেরবাগ ও সাভারের হেমায়েতপুর এলাকা হতে ০৬ টি বিদেশী পিস্তল, ১২ টি ম্যাগাজিন, ৪৮ রাউন্ড গুলিসহ কুখ্যাত অস্ত্র ও মাদক ব্যবসায়ী সজিব কবিরাজসহ ৫ সদস্যকে গ্রেফতার, রাজধানীর শেরে বাংলা নগর এলাকার চিহিৃত চাঁদাবাজ ও অস্ত্রধারী সন্ত্রাসী উজ্জল ও তার সহযোগীকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার, ঢাকা জেলার আশুলিয়ায় আলোচিত খাদেম নজরুলের পায়ের রগ কাটা মামলার প্রধান আসামী কিশোর গ্যাং ‘রাকিব গ্রুপ’ এর প্রধান রাকিব ও সহযোগী ইমনকে সাভার ও আশুলিয়া থেকে বিদেশী পিস্তল, দেশীয় অস্ত্র ও মাদকসহ গ্রেফতার, রাজধানীর পল্লবী এলাকা হতে অস্ত্রধারী সস্ত্রাসী ও ১৮ মামলার আসামী আমিনকে বিদেশী পিস্তলসহ গ্রেফতার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close