ঢাবি প্রতিনিধি

  ২৫ মে, ২০২২

ঢাবি সিনেট নির্বাচনে নীল দল ৩২, সাদা ৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নীতিনির্ধারণী ফোরাম সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনে ৩৫টি পদের ৩২টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগপন্থি শিক্ষকদের সংগঠন নীল দল। অন্য তিনটি পদে জিতেছে বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন সাদা দল। সাদা দল গতবারের চেয়ে একটি আসন বেশি পেয়েছে। সিনেটের এই শিক্ষক প্রতিনিধিরা তিন বছর দায়িত্ব পালন করবেন।

গতকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সিনেটের শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ হয়। গণনা শেষে বিকাল সাড়ে ৪টায় ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মমতাজ উদ্দিন আহমেদ। এবারের নির্বাচনে নীল দল ও সাদা দলের বাইরে অন্য কোনো প্যানেল বা স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন না।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close