নিজস্ব প্রতিবেদক

  ২৩ মে, ২০২২

বিদ্যুতের খুঁটি পড়ে রিকশাচালকের মৃত্যু

রাজধানীর খিলগাঁও থানা এলাকায় বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের সময় মাথায় পড়ে আবদুর রশিদ (৫০) নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে। গতকাল জোড়পুকুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আবদুর রশিদের ছেলে ফরিদ বলেন, আমার বাবা পেশায় একজন রিকশাচালক। রিকশা চালিয়ে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় বিদ্যুতের খুঁটি বাবার মাথায় পড়ে গুরুতর আহত হন।

পরে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, আমার বাবা আর নেই। অভিযোগ করে নিহতের ছেলে বলেন, তারা খুঁটি বদল করছেন, অথচ তাদের কোনো সেফটি নেই। তাদের সেফটি থাকলে আমার বাবা মারা যেতেন না। আমার বাবার হত্যার বিচার চাই।

নিহত রিকশাচালক আবদুর রশিদ পরিবার নিয়ে খিলগাঁও থানার গোড়ান হাড়ভাঙ্গা এলাকার ভাড়া থাকেন। তাদের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার পঞ্চদশ গ্রামে। এ বিষয়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফারুকুল আলম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। নিহতের পরিবারের পক্ষ্য থেকে তিনি বলেন, নিহতের পরিবার কোনো মামলা করতে চান না। তারা মরদেহ নিয়ে যেতে চাইছে। তবে সব আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে বলেও জানান ওসি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close