নিজস্ব প্রতিবেদক

  ২১ মে, ২০২২

হজ কার্যক্রম সম্পাদনে আজ ব্যাংক খোলা

নির্বিঘ্নে হজ কার্যক্রম সম্পাদনে সাপ্তাহিক ছুটির দিন আজ শনিবার ব্যাংক খোলা রাখতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে গত ১৭ মে এ বিষয়ে একটি পরিপত্র পাঠানো হয়েছে সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ‘সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে হজ কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট আপনাদের ব্যাংকের শাখা-উপশাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতকরণপূর্বক ২১ মে ২০২২ সাপ্তাহিক ছুটির দিন পূর্ণ দিবস খোলা রাখার বিষয়ে যাথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা হলো।’ ব্যাংকের শাখা ও উপশাখা খোলা রাখতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে বলা হয়েছে নির্দেশনায়। বেসরকারি সাউথইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম কামাল হোসেন বলেন, ‘হজের কাজে নিযুক্ত ট্রাভেল এজেন্সিগুলোর ব্যাংক হিসাব যেসব শাখায় আছে, সেগুলো খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছি আমরা। সব এডি শাখা, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনা মিলিয়ে আমাদের ১১টি শাখা খোলা থাকবে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close