জাবি প্রতিনিধি

  ১৯ মে, ২০২২

জাবিতে ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। গত মঙ্গলবার সকাল ১০টায় অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সচিব মো. আবু হাসান এ তথ্য নিশ্চিত করেন।

মো. আবু হাসান প্রতিদিনের সংবাদকে জানান, আগামী ১৬ জুন রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন চলবে। এ বছর ভর্তি পরীক্ষা ১০টি ইউনিটের পরিবর্তে ৫টি ইউনিটে অনুষ্ঠিত হবে। ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ই’ ইউনিটের আবেদন ফি প্রতিটির জন্য ৯০০ টাকা এবং ‘ডি’ ইউনিটের আবেদন ফি ৬০০ টাকা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close