reporterঅনলাইন ডেস্ক
  ১২ মে, ২০২২

রংপুরে জলবায়ু মোকাবিলায় আলোচনা

উত্তরাঞ্চলে কার্বন নিঃসরণ কমানোসহ জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় অংশীজনদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসক সম্মেলন কক্ষে স্থানীয় সরকার উপপরিচালক জিলুফা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আসিব আহসান। সভায় স্বাগত বক্তব্য দেন গ্রাসরুট কো-অপারেশন লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন রাসেল। চীনের গুয়াংজু আইসবার্গ ইনভারমেন্টাল কনসালটিং সার্ভিস কো-অপারেশন লিমিটেডের অর্থায়নে উত্তরাঞ্চলে কার্বন নিঃসরণ কমানোর লক্ষ্যে রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলায় প্রতি বছর এক লাখ পরিবারের মধ্যে বিনা মূল্যে পরিবেশবান্ধব চুলা বিতরণ করা হবে। সভায় সরকারি-বেসরকারি দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন। রংপুর ব্যুরো।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close