খুলনা ব্যুরো

  ০৯ মে, ২০২২

খুলনায় আইনশৃঙ্খলা কমিটির সভা

খুলনার জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদা বলেছেন, এক শ্রেণির ব্যবসায়ী দাম বৃদ্ধির অজুহাতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছে। বাজারে পুরোনো দামে কেনা সয়াবিন তেলের বোতলের লেভেলে দাম পরিবর্তন করে বেশি দামে বিক্রির প্রবণতা লক্ষ করা যাচ্ছে, যা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। তিনি বলেন, বাজারদর স্থিতিশীল রাখার স্বার্থে ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তর, কৃষি বিপণন দপ্তর ও জেলা প্রশাসনের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনার সঙ্গে সঙ্গে বাজার নিয়মিত মনিটরিং করা হবে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত খুলনা জেলা আইনশৃঙ্খলা কমিটির মে মাসের সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব হাসান বলেন, ধর্মীয় উসকানিমূলক যেকোনো বিষয়ে সবাইকে অধিক সচেতন থাকতে হবে। কোথাও সাম্প্রদায়িক ঘটনা কিংবা সামাজিক নিরাপত্তা বিঘিœত হওয়া বিষয়ক তথ্য পেলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার জন্য তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, ‘আমাদের পাশের দেশ ভারতে করোনাভাইরাসের প্রাদুর্ভাব আবার বৃদ্ধি পাচ্ছে। তাই কোভিড প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলাই হলো বড় হাতিয়ার। খুলনা জেলায় করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করা ব্যক্তিদের ৬৮ শতাংশকে দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close