reporterঅনলাইন ডেস্ক
  ২৫ জানুয়ারি, ২০২২

খামারবাড়িতে তুলা উন্নয়নবিষয়ক কর্মশালা

রাজধানীর খামারবাড়িতে তুলা উন্নয়ন বোর্ডের সদর দপ্তরের কনফারেন্স রুমে শনিবার এক কর্মশালা অনুষ্ঠিত হয়। তুরস্কের বিজ্ঞানীদের উপস্থিতিতে বাংলাদেশে তুলার সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সমন্বয়ে কর্মশালাটি আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো. আখতারুজ্জামান, প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব মো. সায়েদুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন তুলা উন্নয়ন বোর্ডের অতিরিক্ত পরিচালক ড. মো. ফখরে আলম ইবনে তাবিব। তুলা উন্নয়ন বোর্ডের পক্ষে কী নোট পেপার উপস্থাপন করেন প্রকল্প পরিচালক ড. মো. কামরুল ইসলাম এবং তুরস্কের প্রতিনিধিদের পক্ষে কী নোট পেপার উপস্থাপন করেন ড. হুমায়রা ইয়ামান। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close