reporterঅনলাইন ডেস্ক
  ২০ জানুয়ারি, ২০২২

বুয়েটের সঙ্গে ওয়ালটনের সমঝোতা স্মারক

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কাউন্সিল ভবনে গতকাল উপাচার্য অধ্যাপক ড. সত্য প্রসাদ মজুমদার ও ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এস এম রেজাউল আলম সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় বুয়েটের রিসার্চ অ্যান্ড ইনোভেশন সেন্টার ফর সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (আরআইএসই)-এর পরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আনিসুজ্জামান তালুকদার, ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক গোলাম মুর্শেদ অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন।

এই চুক্তির মাধ্যমে বাংলদেশের তৈরি ইলেকট্রনিক ও প্রযুক্তিপণ্যের গবেষণা উন্নয়নে বুয়েট এবং ওয়ালটন যৌথভাবে কাজ করার জন্য ওয়ালটনের পক্ষ থেকে বুয়েটে একটি ল্যাব স্থাপন করার ঘোষণা দিয়েছে। দেশের অর্থনৈতিক ইন্নয়ন ও প্রযুক্তিগত উৎকর্ষে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করে দুই প্রতিষ্ঠান এবং চতুর্থ শিল্পবিপ্লবে উভয় প্রতিষ্ঠান অবদান রাখতে পারবে। এ ছাড়াও ওয়ালটন তিনটি মাস্টার্স ফেলোশিপের জন্য বুয়েটকে ১০ লাখ টাকার চেক প্রদান করেছে। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close