রাবি প্রতিনিধি

  ১৮ জানুয়ারি, ২০২২

রাবি ক্যাম্পাসে রাতে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) ক্যাম্পাসে রাত ৮টার পর বহিরাগতদের বিশেষ প্রয়োজন ছাড়া প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সাম্প্রতিক ক্যাম্পাসে ছিনতাই ও বহিরাগতের উৎপাত বেড়ে যাওয়ায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা বিবেচনায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রক্টরিয়াল বডির সঙ্গে উপাচার্যের এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর লিয়াকত আলী। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বহিরাগতদের চিহ্নিত করতে শিক্ষার্থীর পরিচয়পত্র ও জাতীয় পরিচয়পত্র চেক করা, অকারণে ঘোরাফেরা করা বহিরাগতদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা। ক্যাম্পাসের বিভিন্ন মাঠ, বাগান ও ভবনের পাশের স্থানে পর্যাপ্ত আলো ও মনিটরিংয়ের ব্যবস্থা করা। সন্দেহজনক ব্যক্তি, গাড়ি, রিকশার গতিবিধি নজরদারিতে রাখা।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close