ঢাবি প্রতিনিধি

  ১১ জানুয়ারি, ২০২২

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে

ঢাবিতে সাইকেল শোভাযাত্রা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ ট্যুরিস্ট সাইক্লিস্ট যৌথভাবে ‘মুজিবস বাংলাদেশ’ শীর্ষক এক সাইকেল শোভাযাত্রার আয়োজন করে। গতকাল সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ শোভাযাত্রা উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম মাহবুব আলী। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মোকাম্মেল হোসেন, ট্যুর অপারেটর বাংলাদেশের সভাপতি রাফিউজ্জামান ও ঢাবির ট্যুরিজম হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ড. সন্তোস কুমার দেব। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী জাবেদ আহমেদ।

প্রতিমন্ত্রী তার বক্তব্যে বলেন, ‘বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বাংলাদেশ মানে বঙ্গবন্ধু। সে কারণেই আমরা কান্ট্রি ব্র্যান্ডনেম হিসেবে মুজিবস বাংলাদেশ পর্যটনবিষয়ক সব ধরনের প্রচার-প্রচারণায় ব্যবহার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।’

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close