reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২১

শেকৃবি ও ইউনিমাসের গবেষণা চুক্তি

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি) এর সঙ্গে মালয়েশিয়ার ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের (ইউনিমাস) মধ্যে শিক্ষা ও গবেষণা বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতকাল ভার্চুয়াল মাধ্যমে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সমঝোতা স্মারকে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া ও ইউনিভার্সিটি মালয়েশিয়া সারাওয়াকের (ইউনিমাস) পক্ষে স্বাক্ষর করেন ওই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর দাতুক ড. মোহাম্মদ খাদিম সাউদি।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে আরো উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. নজরুল ইসলাম, ফিশারিজ, একোয়াকালচার অ্যান্ড মেরিন সায়েন্স অনুষদের ডিন, প্রফেসর ড. এ এম সাহাবউদ্দিন, রেজিস্ট্রার শেখ রেজাউল করিম এবং অন্য অনুষদের ডিন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close