reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২১

ইনোভেশন হাব তৈরি

আইসিটি-ইউজিসির মধ্যে সমঝোতা

শুধু অনুদান প্রদান নয় বরং স্টার্টআপদের কল্যাণে তাদের প্রচারণা, দক্ষতা এবং জ্ঞান বৃদ্ধিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আওতাধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন অ্যাকাডেমি প্রতিষ্ঠাকরণ (iDEA) প্রকল্প’ ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে দেশি ও বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে আইডিয়া প্রকল্প, যা বাংলাদেশে একটি স্টার্টআপ ইকোসিস্টেম গঠনে রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। গতকাল আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে আইসিটি বিভাগের রউঊঅ প্রকল্পের সভাকক্ষে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুুরি কমিশনের (ইউজিসি) সঙ্গে আইডিয়া প্রকল্পের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ এবং ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. কাজী শহীদুল্লাহর উপস্থিতিতে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close