reporterঅনলাইন ডেস্ক
  ২৫ নভেম্বর, ২০২১

মৃগীরোগ চিকিৎসার গাইড লাইনের উদ্বোধন

মৃগী রোগীদের সঠিক চিকিৎসার জন্য মৃগীরোগ চিকিৎসার গাইড লাইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ গাইড লাইন উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ‘সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ’-এর উদ্যোগে তৈরিকৃত এ গাইড লাইন প্রকাশের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, বিসিপিএস সভাপতি অধ্যাপক ডা. কাজী দীন মোহাম্মদ। সভাপতিত্ব করেন সোসাইটি অব নিউরোলজিস্ট বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. ফিরোজ আহমেদ কোরাইশী। স্বাগত বক্তব্য রাখেন সোসাইটি অব নিউরোলজিস্ট বাংলাদেশের মহাসচিব ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে ‘সোসাইটি অব নিউরোলজিস্ট অব বাংলাদেশ’-এর সদস্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের অধ্যাপক ডা. হাসান জাহিদুর রহমান, সহযোগী অধ্যাপক ডা. মো. আহসান হাবীব, সহযোগী অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে প্রমুখসহ দেশের নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশগ্রহণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close