চট্টগ্রাম ব্যুরো

  ২৫ নভেম্বর, ২০২১

মশা নিধন কার্যক্রম জোরদার করার নির্দেশ

নগরীতে মশার উপদ্রব বেড়ে যাওয়ায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ১ ডিসেম্বর থেকে মশক নিধন কার্যক্রমকে আরো জোরদার করার জন্য সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দিয়েছেন। এ লক্ষ্যে মশক নিধন কার্যক্রমে গতিশীলতা আনতে নগরীর ৪১টি ওয়ার্ডকে চারটি জোনে বিভক্ত করে অভিযান পরিচালনা করা হবে। এ কার্যক্রমে চারটি জোনে চারজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে তদারকির দায়িত্ব প্রদান করা হবে। মেয়র বাড়ির আঙিনা, বাগান, নালা-নর্দমা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে ডেঙ্গু ও চিকনগুনিয়া রোগ প্রতিরোধে চসিক পরিচ্ছন্নকর্মী ও মশার ওষুধ ছিটানো কর্মীদের সহযোগিতা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানান।

গতকাল বুধবার ৩০ নম্বর পূর্ব মাদারবাড়ি ও ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নালা-নর্দমা, অলিগলি, বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্নতা কাজ ও মশক নিধনের ওষুধ ছিটানো হয়। ডেঙ্গু-চিকনগুনিয়াসহ সব মশাবাহিত রোগ প্রতিরোধে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও মশক নিধন কার্যক্রম চলমান থাকবে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close