রংপুর ব্যুরো

  ২৭ অক্টোবর, ২০২১

জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

‘নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করি, সুস্থ-সবল বাংলাদেশ গড়ি’-এই প্রতিপাদ্য সামনে রেখে বিভাগীয় নগরী রংপুরে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উদ্বোধন করেন রংপুর বিভাগীয় কমিশনার

মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।

বিভাগীয় কমিশনার মো. আবদুল ওয়াহাব ভূঁইয়া বলেন, ‘হাত ধোয়া দিবস আমাদের বড় শিক্ষা দিয়েছে, এটি গুরুত্বপূর্ণ একটি বিষয়। নিজেকে সুস্থ রাখতে হবে এবং অন্যকেও সুস্থ রাখার জন্য জনসচেতনতামূলক প্রচার-প্রচারণা করতে হবে। বিশুদ্ধ পানি দিয়ে হাত ধুলে হাত পরিষ্কার থাকে, জীবাণু আক্রান্ত করতে পারে না। সঠিকভাবে হাত ধোয়ার নিয়ম অনেকেই জানেন না। আমরা সঠিকভাবে হাত ধুব, সুস্থ থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক সৈয়দ ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক গোলাম রব্বানী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বাহার উদ্দীন মৃধা, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা। রংপুর বিভাগের স্যানিটেশনের বর্তমান চিত্র, কোভিড-১৯ মোকাবিলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তের গৃহীত কার্যক্রম এবং শতভাগ সেইফলি ম্যানেজড স্যানিটেশন কভারেজ অর্জনের জন্য জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে উপস্থাপনা করেন নির্বাহী প্রকৌশলী পঙ্কজ কুমার সাহা। এ ছাড়াও ওই অনুষ্ঠানে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, ওয়ার্ল্ডভিশনসহ বিভিন্ন এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close