reporterঅনলাইন ডেস্ক
  ২০ অক্টোবর, ২০২১

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে

আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে সেমিনার

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিকেল ইনস্টিটিউটে গতকাল একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার। ডিরেক্টর জেনারেল অব মেডিকেল সার্ভিসেস, বাংলাদেশ আর্মড ফোর্সেস মেজর জেনারেল মাহবুবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট বেসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সুন্দর ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে ভারপ্রাপ্ত সেনাবাহিনী প্রধান বলেন, মানসিক স্বাস্থ্য পরিকল্পনা প্রণয়নে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা, তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা প্রদান, মানসিক তথ্য গবেষণা ও কার্যকর সচেতনতা বৃদ্ধি ইত্যাদি কার্যক্রম গ্রহণ করা জরুরি।

সিএমএইচ ঢাকার কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল তৌফিকুল হাসান সিদ্দিকি, এসবিপি, বিজিবিএমএস (বার), এমপিএইচ, এমএমএড অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন। এবারের বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের মূল প্রতিপাদ্য ‘অসম বিশ্বে মানসিক স্বাস্থ্য’-এর ওপর বক্তব্য রাখেন সভাপতি মেজর জেনারেল মাহবুবুর রহমান; জেনারেল অফিসার কমান্ডিং, লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ জহিরুল ইসলাম, এনডিসি, পিএসসি এবং ঢাকা সিএমএইচের উপদেষ্টা মনোরোগ বিশেষজ্ঞ ব্রিগেডিয়ার জেনারেল এম কামরুল হাসান। আইএসপিআর

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close