reporterঅনলাইন ডেস্ক
  ১৯ অক্টোবর, ২০২১

শেখ রাসেল দিবসে ‘শিশুবান্ধব পর্যটন’ উন্নয়নে কর্মপরিকল্পনা

শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে বাংলাদেশ পর্যটন করপোরেশন (বাপক) দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করছে। কর্মসূচির মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে বাপকের হোটেল অবকাশের উদ্যোগে ৫০ এতিমের মধ্যে খাবার বিতরণ, বাপক প্রধান কার্যালয়সহ বিভাগীয় শহরে অবস্থিত বাপকের হোটেল-মোটেলে শহীদ শেখ রাসেলসহ জাতির পিতার পরিবারের সব শহীদ সদস্যের জন্য কোরআনখানি, বাপকের হোটেল-মোটেলে আবাসনের ওপর এক দিনের জন্য ৩৬ শতাংশ ডিসকাউন্ট এবং ‘শেখ রাসেল দিবসের আহ্বান, শিশুবান্ধব পর্যটন’ শীর্ষক আলোচনা, জন্মদিবসের ব্যানার প্রস্তুতিসহ ইত্যাদি কার্যক্রম। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. হান্নান মিয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মো. আবদুস সামাদ (যুগ্ম সচিব), পরিচালক (বাণিজ্যিক, পরিকল্পনা অর্থ ও প্রশাসন)। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংস্থার মহাব্যবস্থাপক, ব্যবস্থাপক এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। আলোচনা অনুষ্ঠানে ‘শিশুবান্ধব পর্যটন উন্নয়নে সম্ভাবনা, প্রতিকূলতা এবং সুপারিশমালা’ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক (জনসংযোগ) মো. জিয়াউল হক হাওলাদার। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close