চট্টগ্রাম ব্যুরো

  ১৮ অক্টোবর, ২০২১

বিশ্বে চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে

বাংলাদেশে আগত যুক্তরাজ্য নৌবাহিনীর রাজকীয় যুদ্ধজাহাজ এইচএমএস কেন্টের কমান্ডিং অফিসার কমান্ডার ম্যাট সাইকস বলেছেন, বিশ্বে চট্টগ্রামের অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। গতকাল চট্টগ্রাম সিটি করপোরেশনের অস্থায়ী নগর ভবনে চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় তিনি এ কথা বলেন। চট্টগ্রামের সঙ্গে ব্রিটিশ রাজন্যবর্গ ও জনগণের ঐতিহাসিক ও ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে। ব্রিটিশ শাসনামলে এখানে সে দেশের বহু সম্মানিত নাগরিক এখানে পদস্থ কর্মকর্তা হিসেবে দায়িত্বরত ছিলেন। তারা শিক্ষাসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রমে সমাজকে আলোকিত করেছেন। নগরীর অনেকগুলো নান্দনিক ভিক্টোরিয়ান স্থাপনা ও খ্রিস্টীয় উপাসনালয়গুলো চট্টগ্রামের সৌন্দর্যের বৃদ্ধি করেছে।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close