reporterঅনলাইন ডেস্ক
  ১৪ অক্টোবর, ২০২১

ফায়ার সার্ভিসে অংশীজনের সভা

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সম্মেলন কক্ষে গতকাল অংশীজনের অংশগ্রহণে সভা অনুষ্ঠিত হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর যেসব সেবা প্রদান করে থাকে সেসব সেবার বিষয়ে অংশীজনের অভিযোগ, পরামর্শ, মন্তব্য; সর্বোপরি ফায়ার সার্ভিসের সেবাকাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এ অংশীজনের সভায় প্রায় ১৪টি ক্যাটাগরির বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অগ্নি অনুবিভাগের প্রধান যুগ্ম সচিব মল্লিক সাঈদ মাহবুব, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল; সুরক্ষা সেবা বিভাগের অগ্নিশাখা-১-এর উপসচিব জাহিদুল ইসলাম, অধিদপ্তরের পরিচালকগণসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সমাপনী বক্তব্য দেন অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close