reporterঅনলাইন ডেস্ক
  ১৩ অক্টোবর, ২০২১

বিএসএফআইসির জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণ

‘সুখী-সমৃদ্ধ সোনার বাংলা’ গড়ার প্রত্যয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার অভিলক্ষে সততা, উদ্ভাবন, পেশাগত জ্ঞান ও দক্ষতাসহ শুদ্ধাচার চর্চাবিষয়ক বিভিন্ন সূচকে সন্তোষজনক লক্ষ্যমাত্রা অজনের স্বীকৃতিস্বরূপ গতকাল চিনিশিল্প ভবনের বোর্ডরুমে জাতীয় শুদ্ধাচার পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিএসএফআইসির চেয়ারম্যান (গ্রেড-১) আরিফুর রহমান অপু সংস্থার ২০২০-২১ অর্থবছরের জন্য জাতীয় শুদ্ধাচার পুরস্কার হিসেবে বিএসএফআইসি এবং এর আওতাধীন মিল/প্রতিষ্ঠান হতে তিনটি ক্যাটাগরিতে দুজন র্কমর্কতা ও একজন র্কমচারীকে সম্মাননা সনদ ও চেক বিতরণ করেন। জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২০-২১ পেলেন প্রকৌশলী মো. আল ওয়াদুদ আমিন, (ব্যবস্থাপনা পরিচালক, রেণউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বিডি) লিমিটেড, কুষ্টিয়া), মো. সাইফুল আলম, উপব্যবস্থাপক (সংস্থাপন, সদর দপ্তর) ও মো. জিলন খান, (এমএলএসএস) মানবসম্পদ বিভাগ, বিএসএফআইসি সদর দপ্তর, ঢাকা। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close