ময়মনসিংহ প্রতিনিধি

  ১০ অক্টোবর, ২০২১

মসিকের ইপিআই সেবাকেন্দ্র চালু

নাগরিকসেবা দ্রুত ও সহজলভ্য করতে এবার পৃথক স্থানে বড় পরিসরে ইপিআই সেবাকেন্দ্র চালু করেছে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক)।

গতকাল বিকাল ৫টায় নগরীর বিশ্বেশ্বরী দেবী রোডের বিলুপ্ত পৌরসভার পুরাতন ভবনে এ সেবাকেন্দ্রের উদ্বোধন করেন মসিক মেয়র মো. ইকরামুল হক টিটু।

এ সময় মেয়র টিটু বলেন, নাগরিকসেবাকে দ্রুত, সহজলভ্য ও নিবেদিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। এরই পরিপ্রেক্ষিতেই আমরা ইপিআই সেবাকে পৃথক ভবনে স্থানান্তর করেছি। এই ভবন থেকে ৩৩টি ওয়ার্ডে ইপিআই কার্যক্রম পরিচালিত হবে। এছাড়া ভবন পৃথক করার ফলে সুপরিসর স্থানে আরো নিরবিচ্ছিন্ন ইপিআই টিকা প্রদান করা সম্ভব হবে।

উদ্বোধনকালে মসিকের প্যানেল মেয়র-৩ শামীমা আক্তার, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো. ফারুক হাসান, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডা. রেদাউর রহমান খান, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close