reporterঅনলাইন ডেস্ক
  ২৭ সেপ্টেম্বর, ২০২১

৪১তম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ৪১তম ব্যাচের অফিসার্স ফাউন্ডেশন কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মিরপুরে ফায়ার সার্ভিস ট্রেনিং কমপ্লেক্সের প্যারেড গ্রাউন্ডে বেলা সাড়ে ১১টায় এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে স্বরাষ্ট্রমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান খান কামাল প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. মোকাব্বির হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। এ সময় সুরক্ষা সেবা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা, ফায়ার সার্ভিসের পরিচালক, ট্রেনিং কমপ্লেক্সের অ্যধ্যক্ষ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পিএসসি কর্তৃক সুপারিশকৃত ২১ জন বিসিএস নন-ক্যাডার কর্মকর্তাসহ ফায়ার সার্ভিস অধিদপ্তরে যোগ দেওয়া মোট ৪৪ জন অফিসারের প্রশিক্ষণ সমাপ্তি শেষে তাদের পদায়নের আগে এই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হলো। বছরব্যাপী প্রশিক্ষণের মাধ্যমে তাদের সব দুর্যোগে নেতৃত্ব প্রদানের জন্য যোগ্য করে গড়ে তোলা হয়। সমাপনী অনুষ্ঠানে ৪৪ জন অফিসারের মধ্য থেকে শারীরিক যোগ্যতা, বুদ্ধিমত্তা, শিষ্টাচার, শৃঙ্খলা, আচার-ব্যবহার, লিখিত পরীক্ষা, ব্যবহারিক পরীক্ষা এবং মৌখিক পরীক্ষাসহ বিভিন্ন বিষয়ের ওপর দক্ষতার ভিত্তিতে তিনজনকে চৌকস নির্বাচিত করা হয়। প্রথম চৌকস নির্বাচিত হন শেখ তরিকুল ইসলাম, বক্ষ নং-৪৭; দ্বিতীয় চৌকস হন খন্দকার মিরাজুল ইসলাম, বক্ষ নং-৫ এবং তৃতীয় চৌকস নির্বাচিত হন মো. সিল্টন আহমেদ, বক্ষ নং-৭। নির্বাচিত চৌকস অফিসারদের পদক পরিয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী। কুচকাওয়াজ অনুষ্ঠানে প্যারেড কমান্ডারের দায়িত্ব পালন করেন অধিদপ্তরের উপসহকারী পরিচালক মো. আনোয়ারুল হক।

সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close