reporterঅনলাইন ডেস্ক
  ২৩ সেপ্টেম্বর, ২০২১

‘এসডিজি অগ্রগতি’ পুরস্কার অর্জন

প্রধানমন্ত্রীকে বিএসএমএমইউ উপাচার্যের অভিনন্দন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতিসংঘের সদর দপ্তরের উত্তর লনের বাগানে বেঞ্চ উৎসর্গ, সেই সঙ্গে বৃক্ষরোপণ এবং বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়ার জন্য জাতিসংঘের সাসটেইনেবল ডেভেলপমেন্ট সল্যুশনস নেটওয়ার্ক (এসডিএসএন) কর্তৃক বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘এসডিজি অগ্রগতি’ পুরস্কার প্রদানকে বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বলে উল্লেখ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। গতকাল গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে উপাচার্য বলেন, বঙ্গবন্ধুর কারণে স্বাধীন বাংলাদেশকে পেয়েছি। বর্তমানে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেলে প্রতিষ্ঠিত হয়েছে। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বড় বড় দেশের বিশ্বনেতারাও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দুর্বার গতিতে এগিয়ে যাওয়া বাংলাদেশের প্রশংসা করছেন। এজন্য বাঙালি জাতি হিসেবে এবং বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা আনন্দিত ও গর্বিত। উপাচার্য বিবৃতিতে জননেত্রী শেখ হাসিনার শতায়ু কামনা করেন দেশের জন্য এই দুর্লভ সম্মান বয়ে আনায় প্রধানমন্ত্রীকে আন্তরিক অভিনন্দন জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সংবাদ বিজ্ঞপ্তি।

"

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close